মুজিববর্ষের অনুষ্ঠানে যুক্ত থাকবেন নরেন্দ্র মোদী

- ১১-মার্চ-২০২০ ১০:৪৬ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
দেশে তিনজনের শরীরে নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ার পর ১৭ই মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠান বাতিল করেছে সরকার। ফলে ওই অনুষ্ঠান অংশগ্রহণ করা কথা থাকলেও পরে মোদীর অংশগ্রহণ বাতিল করা হয়। তবে মুজিববর্ষের ওই অনুষ্ঠানে সরাসরি না থাকলেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থাকবেন প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বুধবার (১১ মার্চ) দুপুরে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা এ খবর জানান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকার আসার বিষয়ে নিশ্চিত করা হয়েছিল।
তার সফল ঘিরে বাংলাদেশে আন্দোলনের সময় দুই দিনের সফরে গত ২ মার্চ ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। সফরকালে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর সূচি চূড়ান্ত করতে এসেছিলেন।
তবে বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত শনাক্তের পর জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান কাঁটছাটের সিদ্ধান্তে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে মোদির ঢাকা সফর পেছানো হয়েছে।