কর্মরত অবস্থায় মৃত্যুর কোলে অতিরিক্ত সচিব

- ১২-মার্চ-২০২০ ০৯:০৮ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
কর্মরত অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন স্থানীয় সরকার বিভাগের অধীনে জাতীয় প্রকল্পের (এলজিএসপি-৩) পরিচালক (অতিরিক্ত সচিব) সরদার সরাফত আলী। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মতিঝিল সিটি সেন্টারে এসজিএসপির প্রকল্প অফিসে নিজ কক্ষে কর্মরত অবস্থায় স্ট্রোক করেন তিনি। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
সরাফত আলী এর আগে চাঁপাইনবাবগঞ্জ ও ফরিদপুর জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বিমান মন্ত্রণালয়ের উপসচিবসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।