ইতালি ফেরত আরও ১৫২ বাংলাদেশি হজক্যাম্পে

  • ১৫-মার্চ-২০২০ ০৭:০৩ পূর্বাহ্ণ
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

ইতালি থেকে আরও ১৫২ বাংলাদেশি বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইটে করে দেশে এসেছেন। রবিবার (১৫ মার্চ) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি তাদেরকে আশকোনার হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।

শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল আহসান  বলেন, ইতালি ফেরত ১৫২ জনকে সরাসরি আশকোনা হজ ক্যাম্পে পাঠানো  হয়েছে। এছাড়া, শনিবার সকালে প্রথমে ১৪২ জন, পরে আরও  দুদফায় ৫৯ জন ইতালি থেকে আসেন। এরপর মধ্যরাতে আসেন ৫৮ জন। তাদের  স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

এদিকে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, বিদেশ থেকে আসাদের প্রথমে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। করোনা ভাইরাসের লক্ষণ ও উপসর্গ না থাকলে বিদেশফেরত যাত্রীরা বাড়ি যেতে পারবেন। তবে বাড়িতে পৌঁছে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

শনিবার ইতালি থেকে ১৪২ জন দেশে আসার পর বিমানবন্দর থেকে তাদের আশকোনার হজ ক্যাম্পে নেওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষার পর তাদেরকে বাড়ি ফেরার অনুমতি দেওয়া হয়। তাদেরও হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

Ads
Ads