সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ঝরলো তিন প্রাণ

  • ১৫-মার্চ-২০২০ ০৮:০১ পূর্বাহ্ণ
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

সিরাজগঞ্জের কামারখন্দে বাস-ট্রাক সংঘর্ষে দুই মাদরাসাছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৫ মাদরাসাছাত্র।

মঙ্গলবার ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে কামারখন্দ উপজেলার তালুকদার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ময়মনসিংহ জেলার বেগুনবাড়ি মাদরাসার শিক্ষক খালেদ মাহমুদ, নেত্রকোনা জেলার বাসিন্দা ইমরান হাসান ও ময়মনসিংহের ইয়াসিন আরাফাত। 
 
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহীদ আলম এ তথ্য নিশ্চিত করে জানান, ময়মনসিংহের বেগুনবাড়ি মাদরাসার শিক্ষার্থীরা নওগাঁয় কোনো অনুষ্ঠান শেষে বাস যোগে ফিরছিলেন। এ সময় বাসটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মাদরাসা ছাত্র নিহত হন।

আহত হন ছাত্রশিক্ষকসহ অন্তত ১৫ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাদরাসার শিক্ষক খালেদ মাহমুদের মৃত্যু হয়। আহতদের মধ্যে ৩/৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার্ড করা হয়েছে।

Ads
Ads