সুস্থদের শরীর থেকে অ্যান্টিবডি নিয়ে করোনা চিকিৎসা শুরু

- ১৬-মার্চ-২০২০ ০৫:৪৬ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হসপিটালের প্যাথলজি বিভাগের চিকিৎসক রবার্ট কুসে বলেছেন, করোনাভাইরাসে আক্রান্ত কাউকে সুস্থ করে তোলার জন্য ভ্যাকসিন আবিষ্কারে এক সপ্তাহ থেকে এক মাসও লেগে যেতে পারে।
তিনি আরো বলেন, স্বল্প সময়ে চিকিৎসা শুরুর ক্ষেত্রে করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তিদের শরীর হতে অ্যান্টিবডি নেওয়া যেতে পারে। যাদের কাছ থেকে অ্যান্টিবডি নেওয়া যাবে, বিশ্বে এ ধরনের মানুষের সংখ্যা প্রায় ৭২ হাজার। এদিকে বৈশ্বিকভাবে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ৫০ হাজারের বেশি মানুষ। এরই মধ্যে মারা গেছেন পাঁচ হাজার পাঁচশ জন।
জানা গেছে, ১৮৯১ সালে ডিপথেরিয়া আক্রান্ত এক শিশুকে বাঁচানোর জন্য এভাবে সুস্থ হওয়া ব্যক্তিদের শরীর থেকে অ্যান্টিবডি নেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে পলিওমিলাইটিস, হাম ও ইনফ্লুয়েঞ্জা চিকিৎসায় এভাবে অ্যান্টিবডি নেওয়া হয়েছে। দ্য জার্নাল অব ক্লিনিক্যাল ইনভেস্টিগেশনে গত শুক্রবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। তাতে এসব তথ্য উঠে এসেছে।
দুই গবেষক আরটুরো কাসাডেভাল এবং লিসে অ্যানি পিরোফস্কি বলেন, যেহেতু আমরা এখন করোনাভাইরাস নিয়ে বৈশ্বিক মহামারীর মধ্যে আছি, সে কারণে ভ্যাকসিন আবিষ্কারের ক্ষেত্রে জরুরি ব্যবহারের ব্যাপারে জানতে হবে। সর্বোপরি দ্রুত একটা পথ বাতলে দিতে হবে।
তবে সুস্থ হওয়া রোগীদের অ্যান্টিবডি নেওয়ার ক্ষেত্রে কিছু ঝুঁকিও রয়েছে। একজনের শরীর থেকে অ্যান্টিবডি নিয়ে কেবল একজনকেই দেওয়া যাবে। এতে করে জ্বর আসতে পারে, অ্যালার্জির সমস্যা হতে পারে এবং কিছুক্ষেত্রে সংক্রামক রোগগুলো হতে পারে।
এই পদ্ধতি এখন পর্যন্ত বিশদভাবে ছড়িয়ে পড়েনি। তবে চীনে আরো বেশ কিছুদিন আগে থেকেই স্বল্প পরিসরে এ পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তিদের শরীর থেকে অ্যান্টিবডি নিয়ে আরো বিশদভাবে এর চিকিৎসা শুরু হয়েছে।