কাছে আসছে মঙ্গল, গায়েব হবে চাঁদ

- ২৩-Jul-২০১৮ ০৬:০০ অপরাহ্ন
জুলাই মাসটা আকাশপ্রেমীদের জন্য অন্য এক মাত্রা নিয়ে এসেছে। এ মাসে মহাকাশে দু’টি বড় ধরনের ঘটনা প্রত্যক্ষ করবে বিশ্ববাসী। এর একটি হলো মঙ্গল গ্রহ নিয়ে আরেকটি চাঁদ নিয়ে।
গেল ১৫ বছরের মধ্যে এ মাসেই পৃথিবীর সবেচেয়ে কাছে আসবে মঙ্গল গ্রহ। আবার এ মাসে যে চন্দ্রগ্রহণ রয়েছে, তাকে শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ বলা হচ্ছে।
জুলাই পৃথিবীর সবচেয়ে কাছে আসছে মঙ্গল। এর আগে ২০০৩ সালের ২৭ আগস্ট পৃথিবীর কাছে এসেছিল মঙ্গল গ্রহ। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এই তথ্য নিশ্চিত করেছে।
২৭ ও ২৮ জুলাইয়ের রাতে ১ ঘণ্টা ৪৩ মিনিট ধরে পূর্ণ গ্রহণ চলবে চাঁদে। ফলে ওই ১ ঘণ্টা ৪৩ মিনিট চাঁদ দেখা যাবে না। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এ চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে। ভারতে চন্দ্রগ্রহণ শুরু হবে ২৭ জুলাই রাত ১১টা ৫৪ মিনিটে।
এর ঠিক চারদিন পর আরেকটি বিরল ঘটনা সাক্ষী হওয়া যাবে। ৩১ জুলাই মঙ্গল থেকে পৃথিবীর দূরত্ব থাকবে ৩৫.৮ মিলিয়ন মাইল। মঙ্গল এবং সূর্যের অবস্থান মহাকাশে ঠিক বিপরীত স্থানে রয়েছে। তাই সূর্যের পুরো পাবে মঙ্গল ওই সময়টায়। প্রতি ১৫ থেকে ১৭ বছর পর এই ভাবে অবস্থান করে মঙ্গল গ্রহ এবং সূর্য।
এই সময়টা আসলে মঙ্গল গ্রহের সূর্যকে প্রদক্ষিণের সেই সময়, যখন মঙ্গল সূর্যের সব থেকে কাছে আসছে। সেজন্যই এতটা আলোকিত থাকবে লাল গ্রহ। এই সময়টাকে বলে মঙ্গলের অপোজিশন।
আর যেহেতু মঙ্গল শুক্রের মতোই বাকি গ্রহের থেকে পৃথিবীর অনেকটাই কাছের গ্রহের অন্যতম, সেহেতু ওই দিন পৃথিবী থেকে অনেকটাই উজ্জ্বল দেখাবে মঙ্গলকে।
ভারতের বিজ্ঞানী ড. দেবীপ্রসাদ দুরাই বলছেন, ২০০৩ সালের চেয়েও পৃথিবীর বেশি কাছে মঙ্গল গ্রহ আসবে ২২৮৭ সালের ২৯ আগস্ট। তবে তার ধারণা সেই সময় ওই ঘটনা প্রত্যক্ষ করার মতো কোনো মানুষ আর টিকে থাকবে না দুনিয়াতে।