নৌকার জন্য ভোট চাইলেন গণপূর্তমন্ত্রীর সহধর্মিনী আয়েশা সুলতানা

- ৫-জানুয়ারী-২০১৯ ১২:২৯
:: নয়ন কান্তি ধুম, চট্টগ্রাম জেলা প্রতিনিধি ::
চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সমর্থনে নৌকা প্রতীকে ভোট চাইলেন মন্ত্রীর সহধর্মীনি আয়েশা রহমান।
আজ বুধবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার ৮নং দূর্গাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে একটি পাড়া বৈঠকে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সহধর্মীনি ভোট চান স্বামীর জন্য। এরপর তিনি মীরসরাইয়ের নির্বাচনী এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরেন এবং মীরসরাইয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য জনগনের প্রতি নৌকাকে বিজয়ী করার উদাত্ত আহবান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন, উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলহাজ¦ জসীম উদ্দীন, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব প্রমূখ।