মাথায় হিজাব পড়ে ওখানে কেন গেলেন অপু বিশ্বাস?

- ২৩-Jul-২০১৮ ০৬:০০ অপরাহ্ন
চিত্রনায়িকা অপু বিশ্বাস হঠাৎ নাটকের সেটে। তাহলে কি তিনি নাটকে অভিনয় করছেন?
বড় পর্দার অনেক চিত্রনায়িকাই এখন নাটকে নিয়মিত অভিনয় করেছেন। সেক্ষেত্রে অপু বিশ্বাস নাটকে অভিনয় করলে অবাক হওয়ার কিছু নেই।
খোঁজ নিয়ে জানা যায়, গতকাল শুক্রবার উত্তরায় জাহাঙ্গীর হোসেন বাবরের গল্পে বরজাহানের রচনায় একটি ধারাবাহিক নাটকের শুটিং চলাকালীন সেটে হাজির হন আলোচিত এই নায়িকা।
পরিচালক আশিক মাহমুদ রনি ‘পাগলা হাওয়া’নামে একটি ধারাবাহিকের শুটিং করছিলেন। তার শুটিং দেখার জন্য অপু বিশ্বাসকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
পরিচালকের আমন্ত্রণে অপু বিশ্বাস সেটে হাজির হয়েছিলেন।
প্রথমবারের মতো কোন নাটকের সেটে অপুর আগমনে ছিল এক উৎসব মুখর পরিবেশ।
উল্লেখ্য একটি বেসরকারি চ্যানেলের জন্য এই ধারাবাহিক নাটকটি তৈরি হচ্ছে। এতে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, মীর সাব্বির, শহীদুজ্জামান সেলিম, নিমা রহমান, অপর্ণা ঘোষ, চাঁদনী, মৌটুসী বিশ্বাস, এফ এস নাঈম, নোভা, অর্ষা, প্রাণ রায়, গৌতম সাহা প্রমুখ।
আগামী ঈদের পর একটি বেসরকারি চ্যানেলে ধারাবাহিক নাটকটি প্রচার শুরু হবে বলে জানান পরিচালক।