পর্ন তারকা হচ্ছেন বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা!

- ২৩-Jul-২০১৮ ০৬:০০ অপরাহ্ন
নিজের অভিনয় দক্ষতা বারবার প্রমাণ করেছেন অভিনেত্রী রিচা চাড্ডা। কিন্তু সব প্রজেক্টে তিনি কাজ করেন না। ছবি বাছাইয়ের ক্ষেত্রে নাকি তিনি অনেক সময় নেন। এ কথা বহু বার নিজেই জানিয়েছেন রিচা।
সম্প্রতি নতুন একটি ছবি বেছে নিয়েছেন তিনি। যেখানে এক পর্ন তারকার ভূমিকায় দেখা যাবে তাঁকে। নিজের কেরিয়ারের জন্য এই ছবিটি একটি উদাহরণ হয়ে থাকবে বলে মনে করেন রিচা।
শাকিলা
কিন্তু কোন পর্ন তারকার ভূমিকায় অভিনয় করবেন রিচা? তিনি হলেন শাকিলা। নব্বইয়ের দশকের দক্ষিণের অভিনেত্রী। মডেল হিসেবে কেরিয়ার শুরু করেন। মেনস্ট্রিম দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কিছু ছবিতে কাজ করার পরই পর্ন ইন্ডাস্ট্রিতে কেরিয়ার তৈরি করেন। তাঁর জীবনের ওপরই একটি সিনেমা তৈরি হতে চলেছে। যেখানে অনস্ক্রিন শাকিলার ভূমিকায় অভিনয় করবেন রিচা।
ইন্ডাস্ট্রি সূত্রে খবর, চরিত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে ভালবাসেন রিচা। সে কারণেই শাকিলার বায়োপিকের জন্য পরিচালক ইন্দ্রজিত্ লঙ্কেশের তিনিই ছিলেন প্রথম পছন্দ। প্রস্তাব দেওয়ার পর একবারেই রাজি হয়ে যান রিচা।
সম্প্রতি শাকিলার সঙ্গে বেঙ্গালুরুতে গিয়ে দেখা করেন রিচা। নিজের জীবনের কথা, কেরিয়ারের চড়াই উতরাই প্রায় সব কিছুই শাকিলা শেয়ার করেন রিচার সঙ্গে। সূত্র: আনন্দবাজার