জানা অজানা উত্তম কুমার

  • ২৪-Jul-২০১৮ ০৬:০০ অপরাহ্ন
Ads

উত্তমকুমার এই নামটির সাথে জড়িয়ে আছে বাঙালির ভাল লাগার অনেক গল্প। বাংলা সিনেমা জগতে তার জনপ্রিয়তার কারণেই তিনি আজও হয়ে আছেন মহানায়ক। আজ ২৪ জুলাই মহানায়ক উত্তমকুমারের প্রয়াণ দিবস। ১৯৮০ সালের এই দিনে তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেও বাংলা সিনেমাপ্রেমীদের মনে তিনি আজও বেঁচে আছেন।

উত্তমকুমারের প্রয়াণ দিবসের তাকে নিয়ে কিছু অজানা তথ্য দিলেন তার নাতনিজামাই ভাস্বর চট্টোপাধ্যায়।

উত্তমকুমারের প্রিয় নারী কে হতে পারেন? অনেকেই ভেবে নেবেন তার এত সুপারহিট সিনেমার নায়িকা সুচিত্রা সেন। কিন্তু এমন চিন্তা একেবারেই ঠিক নয়। তার প্রিয় নারী ছিলেন তার মা।

তিনি মনে প্রাণেই একজন বাঙালি ছিলেন। আর এই কারণেই তার প্রিয় খাবার ছিল লুচি। শ্যুটিং শেষ করে বা যাওয়ার আগে তিনি লুচি খেতে পছন্দ করতেন।

আর বাঙালি পোশাকই ছিল উত্তমকুমারের বেশি পছন্দের। তার নাতনিজামাই ভাস্বর চট্টোপ্যাধায় বলেন, তার অনেক ছবিতেই তিনি ধুতি, পাঞ্জাবী আর শাল পড়েছিলেন।  

Ads
Ads