বিয়ের আগেই প্রেগন্যান্ট হয়েছিলেন যে বলিউড অভিনেত্রীরা!

- ২৪-Jul-২০১৮ ০৬:০০ অপরাহ্ন
বিদেশে এই কালচার অনেকদিন থেকেই আছে এবং তা ভারতীয়দের কাছে স্বাভাবিক। কিন্তু আমাদের ভারতবর্ষেও এরকম ঘটনা যে একেবারেই ঘটেনা তা ভুল। বিশেষ করে বলিউডে বিয়ের আগেই প্রেগন্যান্ট হয়ে যাওয়ার বিষিয়টি প্রায়শই শুনতে পাওয়া যায়। কিন্তু বলিউডের এই নামজাদা অভিনেত্রীরা প্রেগন্যান্ট হলেই বিয়েটাও জলদি সেরে ফেলেন যাতে মিডিয়ার সামনে তাদের বিয়ের আগের প্রেগন্যান্সির খবর ছড়িয়ে না পড়ে। এখানে এমনই কয়েকজন বলিউড দিবার নাম করবো যারা বিয়ের আগেই হয়েছিলেন প্রেগন্যান্ট।
১. কঙ্কনা সেন শর্মা: রণবীর শোরেকে বহুদিন ধরে ডেট করে প্রাইভেটেই বিয়ে করেছিলেন তারা। তার কিছুদিনের মধ্যেই খবর আসে যে কঙ্কনা প্রেগন্যান্ট। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন ব্যাপারটি ঠিক কি?
২. শ্রীদেবী: শ্রীদেবী জনসমক্ষেই স্বীকার করেছিলেন যে তিনি বিয়ের আগেই প্রেগন্যান্ট হয়েছিলেন। বনি কাপুরের প্রথম স্ত্রী থাকাকালীনই তিনি শ্রীদেবীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন। তাতে শ্রীদেবী প্রেগন্যান্ট হয়ে জাহ্নবীকে সাত মাস পেটে রাখাকালীন বিয়ে করেন তারা।
৩. সেলিনা জেটলি: প্রাক্তন মিস ইন্ডিয়া এবং বলিউড অভিনেত্রী সেলিনা জেটলিও পিতার হাগ্ কে বিয়ের পূর্বেই প্রেগন্যান্ট হন। বিয়ের পর তিনি যমজ কন্যাসন্তান জন্ম দেন।
৪. মহিমা চৌধুরী: ভালোবেসে ববি মুখার্জিকে ২০০৬ সালে বিয়ে করার মাত্র ২-৩ মাস পরেই তিনি সন্তানের জন্ম দেন। সুতরাং, এটি পরিষ্কার যে তিনি বিয়ের আগেই প্রেগন্যান্ট হয়েছিলেন।
৫. নিন গুপ্ত: ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে সঙ্গমে জড়িয়ে প্রেগন্যান্ট হয়েছিলেন নিন গুপ্ত। যদিও তাদের সম্পর্ক বেশিদিন টেকেনি। ভিভিয়ান তার পূর্ব স্ত্রীর সঙ্গেই ছিলেন। তারপর থেকে নিন তার মেয়ে মাসাবাকে একই লালনপালন করে বড়ো করেন।
৬. সারিকা: কমল হাসানের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে সারিকাও প্রেগন্যান্ট হয়েছিলেন । কিন্তু কমল হাসান তার প্রথম স্ত্রীর সম্পর্ক ছিন্ন না করেই সারিকার সঙ্গে লিভ-ইন করা কালীন শ্রুতি হাসানের জন্ম দেন তারপর সারিকাকে বিয়ে করার পর তাদের অক্ষরা হাসান নাম কন্যা জন্ম দেন সারিকা;।