অন্তঃসত্ত্বাতেও উষ্ণতা ছড়াচ্ছেন ‘মিস্টি মেয়ে’ বিদ্যা বালান!

- ২৮-Jul-২০১৮ ০৬:০০ অপরাহ্ন
দর্শকদের কাছে মিস্টি মেয়ে হিসেবে পরিচিতি বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। চরিত্রের প্রয়োজনে যে মিস্টি মেয়েটিও সাহসী ও স্বল্প বসনা হতে পারেন তা ‘দ্য ডার্টি পিকচার’ ছবিতে দেখিয়েছিলেন বিদ্যা।
বিদ্যা বালানের অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় গুজব শুরু হয়। এবার আবারও লাইমলাইটে বিদ্যা, ইস্যু সেই এক। এবার একটি ভিডিও সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে স্বামী সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে কোনও এক পার্টিতে গিয়েছেন তিনি।
ভিডিও কিন্তু তাকে দেখে গর্ভবতীই মনে হচ্ছে।
ভিডিওতে বিদ্যা ও সিদ্ধার্থ ছাড়াও দেখা যাচ্ছে অভিনেত্রী ভূমি পেডনেকরকে। বিদ্যা সালোয়ার কামিজ পরে রয়েছেন, ওড়নাটা বারবার টেনে আনছেন শরীরের ওপর।