শ্রাবন্তীর আজকাল

  • ৭-Sep-২০১৮ ০৬:০০ অপরাহ্ন
Ads

:: বিনোদন ডেস্ক ::

এক সময়ের জনপ্রিয় মডেল-অভিনেত্রী শ্রাবন্তী। ছোট পর্দার পাশাপাশি ‘রং নাম্বার’ শিরোনামের একটি চলচ্চিত্রে অভিনয় করেন। এই ছবিতে তিনি জুটি বাঁধেন জনপ্রিয় নায়ক রিয়াজের সঙ্গে।

জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় ২০১০ সালের ২৯ অক্টোবর শ্রাবন্তী বিয়ে করেন মোহাম্মদ খোরশেদ আলমকে। তারপর তিনি আমেরিকায় স্থায়ীভাবে বাস শুরু করেন। তবে এই অভিনেত্রী বর্তমানে দেশে রয়েছেন। তাদের দাম্পত্য কলহ চলছে। গেল ৭ই মে তার স্বামী মোহাম্মদ খোরশেদ আলম তালাকের নোটিশ পাঠায়।

২৫শে জুলাই দুই পক্ষের উপস্থিতিতে ঢাকার পারিবারিক আদালতের দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ইশরাত জাহান পারিবারিক মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া সেই তালাকের নোটিশের কার্যক্রম স্থগিত করেছেন। কিন্তু এরপরেও তার স্বামী আলমের মধ্যে কোনো পরিবর্তন আসেনি বলে জানান তিনি। তার সাজানো সংসার থাকবে কিনা এই নিয়ে দারুণ অনিশ্চয়তায় ভুগছেন এই অভিনেত্রী।

তার ভাষ্য, ঈদের সময় আমি মায়ের সঙ্গে বগুড়াতে ছিলাম। এমন একটা ঈদে সে আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। আইনের প্রতি সে শ্রদ্ধাশীল না, সন্তানের প্রতি কোনো দায়িত্ব পালনে এগিয়ে আসেনা। আমি সত্যি, এ নিয়ে খারাপ সময় পার করছি। আমি যতটুকু জানি, সে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্তে অটল। অথচ তার দু’মেয়ে সারাক্ষন বাবার জন্য কতটা পাগল সে এটি উপলব্ধি করতে চায়না। একজন বাবা তার সন্তানের দিকে চেয়েও অনেক কিছু সাক্রিফেইস করতে পারে। আলম একজন শিক্ষক হয়েও কেন এটি বোঝেনা? আমি চাই আবারো আমাদের সংসারটা সুখে ভরে ওঠুক।

প্রসঙ্গত, এই দম্পতির দুটি কন্যা সন্তান রয়েছে। বড় মেয়ে রাবিয়া আলম। ছোট মেয়ে আরিশা। গুনী এই অভিনেত্রীর এখন আর অভিনয়ে ফেরার কোনো ইচ্ছে নেই বলেও জানান। সন্তানদের নিয়ে ব্যস্ত থাকতে চান তিনি।

/ই

Ads
Ads