স্কুলছাত্রীকে ধর্ষণ, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা

  • ২৪-Jul-২০১৮ ০৬:০০ অপরাহ্ন
Ads

জয়পুরহাট সদর উপজেলার পাইকড় গ্রামের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আমদই ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের (৪২) বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জয়পুরহাট সদর থানায় মামলাটি করেছেন নির্যাতিত ওই ছাত্রীর মা।

মামলা সূত্রে জানা যায়, সোমবার বিকেলে সদর উপজেলার পাইকড় গ্রামের মৃত আব্দুস ছালামের ছেলে এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজাদ স্কুলছাত্রীটিকে কৌশলে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এসময় ওই ছাত্রীর চিৎকারে গ্রামবাসীরা এগিয়ে এলে আজাদ পালিয়ে যান। পরে স্কুলছাত্রীকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

জয়পুরহাট সদর থানার ওসি (তদন্ত) মুমিনুল হক জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আসামিকে গ্রেপ্তার করতে জোর চেষ্টা চালানো হচ্ছে। 

Ads
Ads