রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ‘অনাস্থা’র প্রেক্ষিতে সংবাদ সম্মেলন

  • ২৮-Aug-২০১৮ ০৬:০০ অপরাহ্ন
Ads

ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান আইনুল হকের বিরুদ্ধে ৮ ইউপি চেয়ারম্যানের আনিত অনাস্থা প্রস্তাবের প্রেক্ষিতে ২৯ আগস্ট বুধবার উপজেলা চেয়ারম্যান তার সভাকক্ষে এক সংবাদ সম্মেলন করেন। এতে উপজেলা চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম সহ উপজেলায় কর্মরত সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে উপজেলা চেয়ারম্যান তার বিরুদ্ধে ৮ ইউপি চেয়ারম্যান আনীত বঙ্গবন্ধুকে কটাক্ষ করার অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করে বলেন, ঐ সভায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের খেলোয়ারদের জার্সি-বুটের টাকা নিয়ে ইউপি চেয়ারম্যান এর সাথে আমার বচসা হয় কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে কোনো কথাই হয়নি, তাই তাকে কটাক্ষ করার কোনো প্রশ্নই আসে না।

তিনি আরো বলেন, আমি বিএনপি’র সভাপতি হলেও ব্যক্তিগতভাবে বঙ্গবন্ধুকে গভীরভাবে শ্রদ্ধা করি এবং ইতোপূর্বে বঙ্গবন্ধুর প্রতিটি অনুষ্ঠানে উপস্থিত থেকে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছি। এই অনাস্থা প্রস্তাব মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত একটি ষড়যন্ত্র। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রসঙ্গত, গত ২৮ আগস্ট মঙ্গলবার, উপজেলা হলরুমে ইউএনও মৌসুমী আফরিদার সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান ও ৮ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে নিয়ে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্দ্ধ- ১৭’ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়।

ঐ সভায় ইউপি চেয়ারম্যানরা উপজেলা চেয়ারম্যানের কাছে নির্ধারিত ২ লক্ষ টাকা বরাদ্ধের বাইরে খেলোয়াড়দের জার্সি ও বুটের টাকা দাবি করলে উপজেলা চেয়ারম্যান তার অপারগতার কথা জানিয়ে ইউপি ফান্ড থেকে জার্সি-বুট ব্যবস্থা করার জন্য বলেন। এনিয়ে ইউপি চেয়ারম্যানদের সঙ্গে উপজেলা চেয়ারম্যানের বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে ইউপি চেয়ারম্যান এনামুল হকের নেতৃত্বে বাকী চেয়ারম্যানরা সভা ছেড়ে বাইরে গিয়ে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে বঙ্গবন্ধুকে কটাক্ষ করার অভিযোগে লিখিত অনাস্থা প্রস্তাব আনেন ও ইউএনও সহ বিভিন্ন দপ্তরে তা প্রেরণ করেন। ইউএনও এ অনাস্থার অভিযোগ পাননি বলে জানান।

Ads
Ads