ঝিকরগাছায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

- ৯-Sep-২০১৮ ০৬:০০ অপরাহ্ন
:: ঝিকরগাছা প্রতিনিধি ::
ঝিকরগাছার পায়রাডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সভাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ।
তিনি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ করে শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, কোমলমতি শিশুদের গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সমন্মিত উদ্যোগ এবং আন্তরিকতা প্রয়োজন। বিদ্যালয় পরিচালন পর্ষদের সভাপতি নাসরিন খান বিথি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারাম্যান আমির হোসেন, সাধারণ সম্পাদক সফিকুল রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবল হোসনে, শিক্ষক সমিতির সভাপতি হাবিবুর রহমান, ডেপুটি কমান্ডার শাহাজাহান আলী,মুক্তিযোদ্ধা আব্দুর রব, কাশিপুর স্কুলের সভাপতি মাহরুহা শারমিন শিল্পী।
উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম, আফসার মোড়ল, তককেল আলী, আবুল বাশার, আব্দুল জলিল, আব্দুল হামিদ, রুহুল কুদ্দুস, আমজেদ আলী, আব্দুস সোবাহান প্রমুখ।