বরগুনা-১ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন খলিল

- ১২-জানুয়ারী-২০১৯ ১২:৩০
:: বরগুনা প্রতিনিধি ::
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (বরগুনা সদর-আমতলী-তালতলী) আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন তালতলী উপজেলা ভাইসচেয়ারম্যান এইচ এম খলিলুর রহমান। গতকাল বিকেলে জাতীয় পার্টির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার হাতে মনোনয়ন পত্র তুলে দেন দলটির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।
খলিলুর রহমান বিগত ২০০৯ সালের আমতলী-তালতলী উপজেলা ভাইসচেয়ারম্যান নির্বাচন করে সামান্য কিছু ভোটে পরাজিত হন। পরে ২০১৪ সালে নবগঠিত তালতলী উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচনে বিপুল ভোটে জয় পান তিনি।
উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম খলিলুর রহমান বলেন আমাকে বরগুনা-১ আসনে জাতীয় পার্টির মনোনয়ন দিয়েছে। আমি এই আসনটি জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম হুসেইন মুহাম্মদ এরশাদ কে উপহার দিতে পারবো সেই জনসর্মথন আমার আছে।
/কে