তারকাদের শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • ১২-জানুয়ারী-২০১৯ ১২:৩০
Ads

ভোরের পাতা ডেস্ক
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নিরঙ্কুশ বিজয়ে নতুন বছরের প্রথম দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার বাসভবন গণভবনে অনেক তারকাই সরাসরি ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেত্রী তারিন জাহান প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েে ফেসবুকে তার অনুভূতি ব্যক্ত করে লিখেছেন, ‘ অভিনন্দন জননেত্রী , মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা..’ ধন্যবাদ আপনাকে আপনার বলিষ্ঠ অগ্রযাত্রায়। ১৬ কোটি মানুষের আস্থা ও ভরসার জায়গা আপনি ..এই নিরংকুশ বিজয়ে আপনাকে শুভেচ্ছা। আপনি সুস্থ থাকুন, দীর্ঘ দিন বেঁচে থাকুন আমাদের মাঝে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু , জয়তু শেখ হাসিনা।’

অভিনেতা ইমন লিখেছেন , ‘ অভিনন্দন প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের প্রথম কাতারে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছি।’ চিত্রনায়ক রিয়াজ লিখেছেন , ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু, প্রাণপ্রিয় শিখ হাসিনা দীর্ঘজীবী হউন। প্রিয় বাংলাদেশ বাংলাদেশ মাথা উঁচু করে বেঁচে থাকুক অনন্তকাল।’

নির্দেশক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ লিখেছেন , ‘ বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৃতীয়বারের মতো নিরঙ্কুশ বিজয়ের শুভেচ্ছা। ’ অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী তাহসান খান, অভিনেতা মাজনুন মিজান’সহ আরো অনেক তারকাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানান।

Ads
Ads