কাকে সত্যিকারের বিয়ে করছেন সেক্সি নায়িকা পপি?

- ১২-জানুয়ারী-২০১৯ ১২:৩০
বিনোদন প্রতিবেদক
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পপি বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী পপি জানান, এ বছরই বিয়ে করছি। পর্দার সংসার নয়, এবার সত্যিকারের বউ হতে চাই।
কাকে বিয়ে করছেন জানতে চাইলে তিনি বলেন, আমার পরিবার এখন পাত্র খুঁজছে। অনেকেই আগ্রহ প্রকাশ করছেন। শেষ পর্যন্ত আমি এমন একজনকে চাই যে সৎ এবং পরিচ্ছন্ন মনের অধিকারী। যে আমাকে ভালোবেসে রাঙিয়ে দেবে, ভাসিয়ে দেবে সুখ ও শান্তিতে।
ঢালিউড ক্রাশ পপি ইতোমধ্যে যৌবনের অনেকটা সময় শুধু ক্যারিয়ারের পিছে ছুটে হেলায় হারিয়েছেন। যৌবনের সবচে মধুর যে অনুভূতি সেই প্রেম-পরিণয় থেকে বঞ্চিত করেছেন নিজেকে। তাই এবার কত তাড়াতাড়ি তিনি বাসর সাজাবেন সেদিকেই উৎসুক দৃষ্টি ভক্তদের।