নেত্রী এবার ধরবে তোদের, দে সাগরে ঝাঁপ!

- ২৩-Jul-২০১৮ ০৬:০০ অপরাহ্ন
রাজনীতি যার মুখোশ ,তলে
মাদক ব্যবসা করে,
মরণ নেশা মাদক বেচে
টাকার পাহাড় গড়ে।
তাদের টাকার ভাগ যারা পায়
মদতদাতা যারা,
তরুণ সমাজ নেশায় মরুক
মন থেকে চায় তারা।
এরাও বড় দেশদ্রোহী
রাজাকারের বাপ,
নেত্রী এবার ধরবে তোদের
দে সাগরে ঝাঁপ!
নয় ভেগে যা’ মগের মুলুক
ভারত কিংবা হজ্বে,
র্যাব আর পুলিশ আজ মরিয়া
ব্যস্ত তোদের খোঁজে!!