‘কোটা সংস্কার ইস্যুতে ছাত্রলীগকে বাড়াবাড়ি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর’

  • ২৩-Jul-২০১৮ ০৬:০০ অপরাহ্ন
Ads

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোটা ইস্যুতে কোনো ধরনের বাড়াবাড়ি না করতে ছাত্রলীগের নেতাকর্মীদের সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী।

 

রোববার (২২ জুলাই) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের নামে কিছু বাড়াবাড়ির অভিযোগ আমরা পেয়েছি। কাল (শনিবার) সোহরাওয়ার্দী উদ্যানে সভা শেষে আমাদের নেত্রী শেখ হাসিনা পরিষ্কারভাবে আমার সামনে ছাত্রলীগের নেতাদের বলেছেন, ছাত্রলীগের নামে যেন কোনো বাড়াবাড়ির অভিযোগ তিনি না পান। পরিষ্কারভাবে তাদের সতর্ক করে দেয়া হয়েছে। যাতে ছাত্রলীগের নামে আর কোনো বাড়াবাড়ি, কোনো অভিযোগ যেন আমাদের কাছে না আসে।

এই সময় কাদের বলেন, তিন সিটিতে আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচন চায়। তাই দলীয় নেতাকর্মীদেরকে প্রশাসন ও নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে চলার জন্য পরামর্শ দেয়া হয়েছে।

Ads
Ads