নির্মাতার রফিক সিকদারের মায়ের মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে কিডনি চুরির অভিযোগ!

- ১২-জানুয়ারী-২০১৯ ১২:৩৫
:: রাকিবুল হাসান ::
মারা গেছেন চলচ্চিত্র নির্মাতা রফিক সিকদারের মা রওশন আরার (৫৫)। বুধবার রাত ১০টায় তিনি না ফেরার দেশে চলে যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। চিকিৎসকের অবহেলার কারণে তার মায়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন নির্মাতা রফিক সিকদার। তার মায়ের ভালো কিডনি ভুল বশত অপসারণ করা হয়েছে এমন অভিযোগের প্রমাণাদিসহ দীর্ঘদিন ধরেই ঘুরছিলেন বিচারের আশায়।
মায়ের মৃত্যুর সঙ্গে সঙ্গে ফেসবুকে পোস্ট দিয়ে রফিক শিকদার লিখেছেন, ‘পাষাণ ডাক্তারের নির্মমতার কাছে জীবনযুদ্ধে হেরে গেছেন আমার মা। আমাদের ছয় ভাই বোনকে বিচারহীনতার নরকে ফেলে রেখে অভিমানে এইমাত্র ওপারে চলে গেলেন আমার মা।’
সম্প্রতি সংবাদ সম্মেলন করে ভুল চিকিৎসায় নিজের মায়ের দুই কিডনি হারানোর ঘটনাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবি করেন রওশন আরার ছেলে চলচ্চিত্র পরিচালক রফিক সিকদার।