ডেইলি স্টারের অনুষ্ঠানে নিঃসঙ্গ প্রধান অতিথি অর্থমন্ত্রী মুহিত

  • ২৬-Jul-২০১৮ ০৬:০০ অপরাহ্ন
Ads

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রভাবশালী ইংরেজি গণমাধ্যম দ্যা ডেইলি স্টারের ‘১৭ তম বাংলাদেশ বিজনেস এ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে নিঃসঙ্গ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। 

প্রতিবছর এ অনুষ্ঠানটিতে আরো কয়েকজন মন্ত্রী উপস্থিত থাকলেও এবার ব্যতিক্রম দৃশ্য দেখা গেছে। শুক্রবার রাজধানীর রেডিশন ব্লু হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সরকারের আর কোনো মন্ত্রী উপস্থিত না থাকায় বিষয়টি নিয়ে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। অনুষ্ঠানে দ্যা ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, তত্ববধায়ক সরকারের মহিলা ও শিশু বিষয়ক, সমাজকল্যাণ, শ্রম ও কর্মসংস্থান এবং সংস্কৃতি বিষয়ক সাবেক উপদেষ্টা রোকেয়া  আফজাল রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

এবার বাংলাদেশ বিজনেস এ্যাওয়ার্ড লাভ করেছেন এসিআই লিমিটেডের চেয়ারম্যান আনিস এ দৌলা, মহিলা উদ্যেক্তা হিসাবে পুরষ্কার জিতেছেন এসিক্সের ব্যবস্থাপনা পরিচালক  আফসানা আরিফ সোমা। এছাড়া দু’টি প্রতিষ্ঠানও পুরষ্কার জিতেছে। সেগুলো হচ্ছে ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রেনটা ফার্মাসিটিকেলস এবং বীমা খাতের প্রতিষ্ঠান পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। 

Ads
Ads