দেশের অর্থনীতিতে বেসরকারি খাতই এখন নেতৃত্ব দিয়ে চলেছে : এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম
- ২৭-Aug-২০১৮ ০৬:০০ অপরাহ্ন
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই)-এর আয়োজনে ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবসের প্রাসঙ্গিকতা এবং বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি (১৯৫২-২০৪১)’ শীর্ষক এক আলোচনাসভা মঙ্গলবার এফবিসিসিআই সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। প্যানেল আলোচক হিসেবে বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর ড. আতিউর রহমান, প্রাক্তন রাষ্ট্রদূত ও সচিব মো. আবদুল হান্নান, একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং এফবিসিসিআইর প্রাক্তন সভাপতি কাজী আকরাম উদ্দিন ও মীর নাসির হোসেন আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ সংগ্রামী জীবন এবং বাংলার মানুষের মুক্তির সংগ্রামে তার নেতৃত্বের বিশদ বর্ণনা তুলে ধরেন।
এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন) তার বক্তব্যে বলেন, ব্যবসা-বান্ধব বর্তমান সরকারের দেওয়া নানা সুবিধার ফলে দেশের অর্থনীতিতে বেসরকারি খাতই এখন নেতৃত্ব দিয়ে চলেছে। তবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন তা পূরণে ব্যাপক কর্মসংস্থান এবং বিনিয়োগ অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান তার প্রবন্ধে অবিভক্ত বাংলা, বাংলাদেশ সৃষ্টির পটভূমি, আমাদের স্বাধীনতা সংগ্রাম এবং বঙ্গবন্ধুর ত্যাগ ও স্বপ্নপূরণের বিষয়ে আলোকপাত করেন।
বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর ড. আতিউর রহমান তার বক্তব্যে দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রক্রিয়ায় সবুজ কারখানার ধারণা প্রবর্তন, প্রতিবেশী দেশগুলোতে রফতানির পরিমাণ বাড়ানো এবং উদ্ভাবনমূলক উন্নয়নের (innovative development) ওপর জোর দেন।
এফবিসিসিআই সিনিয়র সহসভাপতি শেখ ফজলে ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে অংশ নেন এফবিসিসিআই সহসভাপতি মো. মুনতাকিম আশরাফ, এফবিসিসিআইর পরিচালক, ইরান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক ভোরের পাতা, দ্য পিপলস টাইম সম্পাদক ও প্রকাশক এবং ভোরের পাতা গ্রুপ অব কোম্পানিজের চেয়ারপারসন ড. কাজী এরতেজা হাসান সিআইপি, এফবিসিসিআইর অন্য পরিচালকবৃন্দসহ দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, শিল্পপতি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। আলোচনা অনুষ্ঠান শেষে মন্ত্রী ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ শীর্ষক এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন।