ডিএসইর শেয়ার চীনের কাছে হস্তান্তর

- ৩-Sep-২০১৮ ০৬:০০ অপরাহ্ন
:: ভোরের পাতা অনলাইন ::
কৌশলগত বিনিয়োগকারী হিসাবে চীনের দুই শেয়ারবাজার শেনঝেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জের কনসোর্টিয়াম টেকহোল্ডারদের উদ্দেশে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) প্রায় ৯৪৫ কোটি টাকায় ২৫ শতাংশ শেয়ারের মালিকানা হস্তান্তর প্রক্রিয়া শেষ হয়েছে।
মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) রাজধানীর এক হোটেলে আনুষ্ঠানিকভাবে কনসোর্টিয়াম দুটির কাছে এই শেয়ার হস্তান্তর হয়। এর আগের দিন সোমবার চীনা কোম্পানি দুটি ডিএসইর ব্যাংক হিসাবে টাকা জমা করে। এসময় উভয় পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গত ১৪ মে শেনঝেন-সাংহাই স্টক এক্সচেঞ্জের চীনা কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি সই করে ডিএসই।
চুক্তি অনুযায়ী, কৌশলগত বিনিয়োগকারী হিসেবে চীনা জোট ডিএসইর ২৫ শতাংশ বা ৪৫ কোটি ৯ লাখ ৪৪ হাজার ১২৫টি শেয়ার কিনবে।
চীনা কনসোর্টিয়াম ডিএসইর অংশীদার হওয়ায় দেশের পুঁজিবাজার আন্তর্জাতিকভাবে মর্যাদায় উন্নীত হবে।
এছাড়া স্টক এক্সচেঞ্জের উন্নয়নে চীনা কনসোর্টিয়াম ৩০৭ কোটি টাকার কারিগরি সহায়তা দেবে।
ডিএসইর শেয়ারের বিপরীতে চীনা জোটের দেয়া অর্থ ডিএসইর সদস্য ব্রোকারদের ভাগ করে দেয়া হবে। বর্তমানে ডিএসইর শেয়ারহোল্ডার রয়েছেন ২৩৭ ব্রোকার।
এ হিসাবে প্রত্যেক ব্রোকার পাবেন ৩ কোটি ৭৮ লাখ টাকা করে। তবে ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ার ২১ টাকা দরে বিক্রি করায় মূলধনী মুনাফার ওপর কর দিতে হবে।
অনলাইন/কে