মিউচ্যুয়াল ফান্ডের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তে বাজার ঊর্ধ্বমুখী

  • ১৮-Sep-২০১৮ ০৬:০০ অপরাহ্ন
Ads

:: নিজস্ব প্রতিবেদক ::

টানা চার কার্যদিবস দরপতনের পর গত মঙ্গলবার থেকে দেশের শেয়ারবাজার ঊর্ধ্বমুখী। উভয় স্টক এক্সচেঞ্জে বেড়েছে মূল্য সূচক এবং সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও।

বাজার বিশ্লেষনে দেখা গেছে, গত দুইদিনে ঢাকা স্টক এক্সচেঞ্জ এর সার্বিক সূচক যথাক্রমে ২৮.৭৯ ও ৩২.৪৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫৫০৫.০৫ পয়েন্টে এসে দাঁড়িয়েছে। বুধবার ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৮২৪ কোটি ৭১ লাখ টাকা। সিএসইর সার্বিক সূচক যথাক্রমে ২.৬৩ ও ৬.২২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১২২২.৭৩ পয়েন্টে এসে দাঁড়িয়েছে। গতকাল সিএসইতে মোট লেনদেন হয়েছে ৩১ কোটি ৬৩ লাখ টাকা। 

বাজার বিশ্লেষকরা বলছেন, টানা দরপতনের মধ্য থেকে শেয়ারবাজারকে ঊর্ধ্বমুখী প্রবনতায় ফেরাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে মিউচ্যুয়াল ফান্ডগুলোর মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত। গত ১৭ সেপ্টেম্বর ২০১৮ইং তারিখে দেশের সংবাদপত্রগুলোতে বিদ্যমান মিউচ্যুয়াল ফান্ডগুলোর মেয়াদ দশ বছর বৃদ্ধির ঘোষণা আসে। 

এ বিষয়ে শীর্ষ ব্রোকারেজগুলোর সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের বেশ কয়েকটি সিদ্ধান্তে বাজারে আবার আস্থা ফিরে এসেছে। বিএসইসির মিউচ্যুয়াল ফান্ডের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তে বিনিয়োগকারীরা স্বস্তি পেয়েছেন। অনেকে মিউচুয়্যাল ফান্ডগুলোর অধিক শেয়ার বিক্রয় চাপে আতঙ্কিত ছিলো। কারণ অধিকাংশ মিউচ্যুয়াল ফান্ডগুলোতে ভালো মৌলভিত্তিক শেয়ার এবং ব্যাংক খাতের শেয়ার রয়েছে। 

বিশ্লেষণে দেখা যায়, বাজারের কয়েকটি মিউচ্যুয়াল ফান্ডে প্রায় ১৫শ’ কোটি টাকার ব্যাংকের শেয়ার রয়েছে। ফান্ডগুলোর মেয়াদ বৃদ্ধির কারনে এখন আর এই সকল ব্যাংকের শেয়ারের বিক্রির চাপ আসবে না। ফলে বিনিয়োগকারীরা আবারও আস্থার সাথে বিনিয়োগ শুরু করেছে। বুধবার মূলতঃ সূচক বৃদ্ধির পেছনে ব্যাংক খাতের শেয়ারের দর বৃদ্ধির অবদান সবচেয়ে বেশি ছিলো। এছাড়াও ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ার বিক্রির টাকা পুঁজিবাজারে বিনিয়োগের ঘোষণা বাজরে ইতিবাচক ভূমিকা রেখেছে। 

ক্ষুদ্র বিনিয়োগকারী মোঃ হানিফ জানায়, ‘আমরা বিনিয়োগকারীরা অনেক দিন ধরে মিউচ্যুয়াল ফান্ডগুলোর পোর্টফোলিওর শেয়ার বিক্রির কথা শুনে আসছি। এত বড় অংকের শেয়ার বিক্রি হওয়ার শংকায় অনেকেই শেয়ার বিক্রি করেছিলো এবং শেয়ার কেনা থেকে বিরত ছিল।’ বুধবার ডিএসইতে লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৭টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ার।

Ads
Ads