নেপালকে হারিয়ে সেমি ফাইনালে বাংলার বাঘিনীরা
1.jpg)
- ১২-Aug-২০১৮ ০৬:০০ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক
নেপালকে হারিয়ে বাংলাদেশের কিশোরীরা সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করলো। বাংলাদেশের কিশোরীরা নেপালকে ৩-০ গোলে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমি-ফাইনাল নিশ্চিত করেছে।
প্রথমার্ধে বাংলাদেশের প্রতিটি আক্রমণ অনেক দক্ষতার সঙ্গে প্রতিরোধ করতে থাকে নেপাল। যার কারণে প্রথমার্ধে বলার মতো তেমন কোন আক্রমণই করতে পারেনি বাংলাদেশের কিশোরীরা। প্রথমার্ধে কোনো দল গোলের দেখা না পেলে গোল শূন্যই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে নেমেই বাংলাদেশের মেয়েরা খেলার গতিবিধি পরিবর্তন করে খেলতে থাকে। যার ফলে দ্বিতীয়ার্ধের প্রায় শুরুতেই ২ গোল করে দলের জয় অনেকটাই নিশ্চিত করে বাংলাদেশের কিশোরীরা। শেষ পর্যন্ত বাংলাদেশের মেয়েরা ৩টি গোল নেপালের জালে জড়াতে পারে।